দেওয়ান পাক।চশমে ও হ্যায় সুরতে দার ইয়া আলীয়ে মুর্তজা
দেওয়ান পাক
চশমে ও হ্যায় সুরতে দার ইয়া আলীয়ে মুর্তজা
কন্ঠঃমাওলানা মোহাম্মাদ আল আমিন হোসাঈন কাদরী
মওলা পাক হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী আঃ মওলায়ে কায়েনাত হযরত মওলা আলী কঃ এর শানে দেওয়ান পাক এর মধ্যে কাসিদা পাক লিখেছেন।“চশমে ও হ্যায় সুরতে দার ইয়া আলীয়ে মুর্তজা” তার মধ্য থেকে একটি পড়া পাক।
চশমে ও হ্যায় সুরতে দার ইয়া আলীয় মুর্তজা
আও মের দিল কে আনদার ইয়া আলীয়ে মুর্তজা
আপ কে হ্যায় যায়েরে দার ইয়া আলীয়ে মুর্তজা
কুদসি ও আরশি সে বড়কার ইয়া আলীয়ে মুর্তজা
সায়্যাদে আলম কে মানন্দ্ আপ ভি আলম মে হ্যায়
সায়্যাদুল সাদাত ও সরওয়ার ইয়া আলীয়ে মুর্তজা
মাদারে সাদাতে আলম আপ সে মানসুব হ্যায়
আপ হ্যায় দামাদে সরওয়ার ইয়া আলীয়ে মুর্তজা
নামে নামি সে সমজতে হ্যায় জো আলী ফাহমে হ্যায়
মা’নিয়ে আল্লাহু আকবার ইয়া আলীয়ে মুর্তজা
হক তা’আলা কে হুয়ে হাম নামে তুম নামে খোদা
ক্যায়সে শান আল্লাহু আকবার ইয়া আলীয়ে মুর্তজা
এক আদনা সে হ্যায় খাদেম বাবে আলী জাহে কে
হযরতে নামুসে আকবার ইয়া আলীয়ে মুর্তজা
লেখ সাখে কিয়া বান্দাহ উসকা ওয়াসফে জিসকা হো খোদা
আপ কোরআ মে ছানাঘর ইয়া আলীয়ে মুর্তজা
আইনে দিদারে খোদা হ্যায় দেখলেনা আপকা
আপ হ্যায় উওহ হক কে মনজর ইয়া আলীয়ে মুর্তজা
রওজায়ে আতিব সে বুয়ে বু তোরাবী সঙ্গে কার
হ্যা মাশামে জা মুয়াত্তার ইয়া আলীয়ে মুর্তজা
মুশকিলে আসান কারদো আয় মেরে মুশকিল কুশা
সাক্ত ওয়াক্ত আয়া হ্যায় মুঝপার ইয়া আলীয়ে মুর্তজা
চশমে ও হ্যায় সুরতে দার ইয়া আলীয়ে মুর্তজা
আও মেরে দিল কে আনদার ইয়া আলীয়ে মুর্তজা
শরবতে দিদারে আপনা কিয়া পিলাও গে না তুম
হোকে খোদ সাকিয়ে কাওসার ইয়া আলীয়ে মুর্তজা
আওলিয়া আল্লাহ মে রোযে আযল সে আপ কা
ফায়জে জারি হ্যায় বারাবার ইয়া আলীয়ে মুর্তজা
তিশনাগানে কারবালা কি রাহে মে হোগা সাবিল
রোযে মাহশার হাউজে কাওসার ইয়া আলীয়ে মুর্তজা
গওসে আযম কিও না কেহলা তে বড়ে পীর আপ থে
আপকে ফরজন্দে আকবার ইয়া আলীয়ে মুর্তজা
খাস মুসলাক হ্যায় তুমহারা খানেদানে কাদেরী
উস তরিকা কে হো রাহবার ইয়া আলীয়ে মুর্তজা
গওসে আযম কুতবে আলম আপ কে ফরজন্দে হ্যায়
কোন হ্যায় উনকো বারাবার ইয়া আলীয়ে মুর্তজা
গওসে আযম নে খোদা কে হুকুম সে রাখা কদম
আওলিয়া কি গর্দানো পার ইয়া আলীয়ে মুর্তজা
ঘর বানাও মেরি আখো মে জাগাহ দির মে কারো
বাপ বেটে দোনো মিল কার ইয়া আলীয়ে মুর্তজা
কিউ না ফখরে খানেদা হু তে শাহে মেহরে আলী
আপ কে হাম নামে হু কার ইয়া আলীয়ে মুর্তজা
ইয়ে নেহি মামকিন কে আসি হাশরে মে বখশা না জায়ে
আপ কা মাদ্দাহে বানকার ইয়া আলীয়ে মু্র্তজা